বিটোফেনকে নিয়ে গুগল ডুডল
বিশেষ বিশেষ দিবস উদযাপনের জন্য নিজেদের হোমপেজ ও লোগোতে পরিবর্তন আনে গুগল। আর সেটাকে বলা হয় গুগল ডুডল। আজ ১৭ ডিসেম্বর, বিখ্যাত জার্মান সুরস্রষ্টা লুডভিগ ভ্যান বিটোফেনকে নিয়ে ডুডল তৈরি করেছে গুগল।
বিটোফেনের সঠিক জন্মদিন সম্পর্কে জানা যায়নি। তবে ১৭ ডিসেম্বর তাঁর আশীর্বাদ বা বাপ্তিস্মো (খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া শিশুর জন্য অনুষ্ঠান) অনুষ্ঠিত হয়েছিল। আর সে দিনটিকে স্মরণীয় করে রাখতেই গুগলের এই আয়োজন। এবার ২৪৫তম দিবস উদযাপিত হচ্ছে বিটোফেনকে ধর্মীয় আশীর্বাদ প্রদান অনুষ্ঠানের।
গুগল ডুডলে দেখানো হয়েছে, বিটোফেন তাঁর পঞ্চম সিম্ফোনি গোছানোর চেষ্টা করছেন। ডুডলটিতে ক্লিক করলে একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায় পঞ্চম সিম্ফোনি নিয়ে হলের দিকে যাওয়ার পথে ভুলবশত একটি ঘোড়া তাঁর সিম্ফোনিগুলো লেখা কাগজটি নষ্ট করে ফেলে। তাই বিটোফেনকে আবার নতুন করে সেটি তৈরি করতে হয়।
অত্যন্ত প্রতিভাবান এই সুরস্রষ্টার জীবন ছিল উত্থান-পতনে ভরা। বিটোফেনের দুই ভাইবোন খুব অল্প বয়সে মারা যান। দুই ভাইবোনের মৃত্যু তাঁকে সারা জীবন কষ্ট দিয়েছে। এ ছাড়া যখন তিনি খ্যাতির শীর্ষে, তখনই শ্রবণশক্তি হারিয়েছিলেন। তবুও নিজের তৈরি সুর দিয়ে মানুষকে বিমোহিত করে রেখেছিলেন এই প্রতিভাবান ব্যক্তিটি।
বিটোফেন সম্পর্কে অস্ট্রিয়ান সুরস্রষ্টা মোজার্ট বলেছিলেন, ‘একদিন এই ছেলেটা পৃথিবীকে গল্প করার মতো কিছু উপহার দেবে।’