ফেসবুকের এক যুগ, উপহার ভিডিও ফিচার
আজ ৪ ফেব্রুয়ারি, ১২ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। আর এ দিনটিকে ‘বন্ধু দিবস’ (ফ্রেন্ডস ডে) হিসেবে পালন করছে ফেসবুক কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ, টেক ক্রাঞ্চ ও ম্যাশেবল।
এ উপলক্ষে নতুন একটি ভিডিও ফিচার চালু করা হয়েছে। যেখানে বন্ধুদের ছবি নিয়ে একটি ভিডিও দেখতে পাবেন প্রত্যেক ব্যবহারকারী। বন্ধুদের সঙ্গে মজার স্মৃতিগুলোই উঠে এসেছে এসব ছবিতে।
নতুন এই ভিডিও ফিচার অনেকটা ফেসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ ফিচারের মতোই। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরতেই কিছু বাছাই করা ছবি নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ সব দেশের ব্যবহারকারীরাই এই ফিচার দেখতে পারবেন।
এই লিংকে https:// www.facebook.com/ friendsday গিয়ে নিজের ভিডিও দেখতে ও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
বিশ্বজুড়ে বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। ফেসবুকেরই আরেকটি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপও পৌঁছে গেছে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে।
মাত্র ২৩ বছর বয়সে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ফেসবুক তৈরি করেন মার্ক জাকারবার্গ। তখন সাইটের নাম রাখা হয়েছিল দ্য ফেসবুক ডটকম।
ভর্তি হওয়ার পর হার্ভার্ডের নতুন শিক্ষার্থীদের একটা কাগজ পূরণ করতে হতো, যেখানে তাঁদের বিস্তারিত পরিচয় লেখা থাকত। সেই কাগজ পরিচিত ছিল ‘ফেসবুক’ নামে। আর সেখান থেকেই নিজের ওয়েবসাইটের নাম রাখেন জাকারবার্গ।
হার্ভার্ডের ডরমিটরিতে বসেই ফেসবুক চালু করেন জাকারবার্গ। তবে তিনি একা নন। ফেসবুক চালুর সময় জাকারবার্গের সঙ্গে কাজ করেন তাঁর সহপাঠী এবং রুমমেট এডওয়ার্ড সাভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিৎজ ও ক্রিস হগস। শুধু হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্যই সাইটটি তৈরি করেছিলেন তাঁরা।
সাইট চালুর ২৪ ঘণ্টার মধ্যে হার্ভার্ডের এক হাজার ২০০ শিক্ষার্থী সাইন আপ করেছিলেন ফেসবুকে। আর এক মাস পর হার্ভার্ডের অর্ধেক শিক্ষার্থীই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। এভাবে দ্রুত হার্ভার্ড ক্যাম্পাসে জনপ্রিয়তা লাভ করে ফেসবুক।