হোয়াটসঅ্যাপে নতুন জালিয়াতি
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপের আ্যাকাউন্ট থেকে গ্রাহকের অজান্তে তথ্য চুরি করা হচ্ছে। বন্ধুর বার্তা হিসেবে হোয়াটসঅ্যাপে বার্তা সাজিয়ে এসব ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে জালিয়াতচক্র।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জালিয়াতচক্র হোয়াটসঅ্যাপে এমনভাবে বার্তা পাঠায় মনে হয় যেন কোনো বন্ধু বার্তাটি পাঠিয়েছে। ওই বার্তায় কোনো লিংক জুড়ে দেওয়া থাকে। লিংকটির নির্দিষ্ট ঠিকানায় গেলে একটি ওয়েবসাইটে চলে যায় যা স্মার্টফোনে ভাইরাস ঢুকিয়ে দেয়। ওই ভাইরাস আক্রান্ত স্মার্টফোন থেকে সহজেই তথ্য নিতে পারে হ্যাকাররা।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপ তুমুল জনপ্রিয় হয়েছে। বর্তমানে এই বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যমের গ্রাহকসংখ্যা প্রায় ১০০ কোটি। এ কারণে বিভিন্ন জালিয়াতচক্রও এখানে সক্রিয়।
অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষক ডেভিড এম বলেন, বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপভিত্তিক জালিয়াত চক্র কাজ করছে। জালিয়াত চক্র হোয়াটসঅ্যাপের কোনো গ্রাহকের কাছে বার্তা পাঠিয়ে বলে, এই বার্তা ১০ জনের কাছে পাঠালে স্টারবাকস ও জারার মতো চেইন শপে বিশেষ ছাড় পাওয়া যাবে। অনেকে না বুঝেই এটি বন্ধুর কাছে পাঠিয়ে তাঁকে ক্ষতিগ্রস্ত করেন।
ডেভিড এম আরো বলেন, হোয়াটসঅ্যাপভিত্তিক জালিয়াতচক্র বিভিন্ন ভাষায় পারদর্শী। বিভিন্ন দেশের জন্য বিভিন্নভাবে বার্তা সাজায় জালিয়াতচক্র।
কয়েক মাস আগেও হোয়াটসঅ্যাপ সফটওয়্যার হালনাগাদ করার বার্তা হিসেবে একটি বার্তা আসত। ওই বার্তাটির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য হাতিয়ে নিত জালিয়াতচক্র।