টুইটারের শেয়ারের দাম কমছে
টুইটার অনুরাগীদের জন্য দুঃখের খবর, মাইক্রো ব্লগিং এই সাইট তাদের জনপ্রিয়তা হারাচ্ছে দিন দিন। সাথে সাথে কমে যাচ্ছে তাদের শেয়ারের বিক্রি। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই খবর।
গত বুধবার প্রতিষ্ঠানটির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের শেষ তিন মাসে প্রায় ২০ লাখ ব্যবহারকারী হারিয়েছে তারা। অন্যদিকে তাদের শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে ১২ শতাংশ।
২০১৫ সালের শেষে এসে টুইটারের মোট ব্যবহারকারীর সংখ্যা ছিল সাড়ে ৩০ কোটি। অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মোট ব্যবহারকারীর তুলনায় সে সংখ্যা খুব একটা বেশি নয়।
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৬০ কোটি। গুগল তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগের সেবা দিচ্ছে প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর মাঝে।
এমনকি ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মোট ব্যবহারকারী প্রায় ৪০ কোটি।
যদিও বিভিন্ন স্পন্সরের টুইট এবং অংশীদারত্ব থেকে টুইটার কিছুটা লাভ তুলে নিচ্ছে, তবু সে উন্নতি কচ্ছপ গতির। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সীমিত গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, টুইটার সে ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়েছে।
এই দূরবস্থা কাটিয়ে ওঠার জন্য টুইটার সম্প্রতি তাদের টাইমলাইনে পরিবর্তন এনেছে। তবু নতুন ব্যবস্থাপনা, ডিজাইন কিংবা ফিচার মাইক্রোব্লগিং এই সাইটের ভাগ্য ফেরাতে তেমন একটা প্রভাব ফেলতে পারছে না। এখন প্রতিষ্ঠানটি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে অচিরেই হয়তো তাদের লাভের মুখ দেখা বন্ধ হয়ে যেতে পারে।
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন, ‘আমরা আমাদের মূল সেবাকে পরিমার্জিত এবং আরো সুস্পষ্ট করতে যাচ্ছি। বিভিন্ন ভুল এবং বিভ্রান্তিকর ফিচার যা প্রতিষ্ঠানের উন্নতি বাধাগ্রস্ত করছে, তা সংশোধনের সময় এসেছে। আর আমরা মনে করি টাইমলাইন এ ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করবে।’
তবে খোদ প্রধান নির্বাহীকে নিয়েই টুইটারের অনেক বিনিয়োগকারী বেশ ক্ষ্যাপা। ডরসির ব্যবস্থাপনায় খুশি নন তাঁরা। ডরসি একই সাথে ‘স্কয়ার’ নামের আরেকটি প্রতিষ্ঠানের সাথে জড়িত। অনেকের মতে, শুধু টুইটারের প্রতি নিবিষ্ট একজন প্রধান নির্বাহী প্রয়োজন প্রতিষ্ঠানটির। তবে ডরসির মতে তিনি একা দুই প্রতিষ্ঠানকে বেশ ভালোই সামলাচ্ছেন।