অনেকের লজ্জার বিষয় প্রকাশ পাচ্ছে ফেসবুকে
প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অনেক পুরোনো বিভাগ আছে ফেসবুকে, যা একসময় তুমুল জনপ্রিয় ছিল। আগে নিয়মিত হালনাগাদ করা হলেও জনপ্রিয়তা হারানোর কারণে বর্তমানে বিষয়গুলো অনেক ক্ষেত্রে চোখেই পড়ে না।
ফেসবুকের জনপ্রিয়তা হারানো কিছু বিভাগে এমন অনেক বিষয় রয়ে গেছে যা বন্ধু না হলেও কোনো ফেসবুক ব্যবহারকারী দেখতে পান। কিন্তু বিষয়টি বর্তমান সময়ে নির্দিষ্ট ব্যক্তির জন্য লজ্জার বিষয় হতে পারে।
এনডিটিভি জানিয়েছে, ফেসবুকে আগে একটি অতি জনপ্রিয় বিভাগ ছিল ফেবারিট কোটস (প্রিয় কথা)। ওই সময় অনেকেই সেখানে প্রিয় কিছু কথা লিখে রাখতেন। তবে বেশ কয়েক বছর ধরেই বিভাগটি জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তাই এটিও দৃষ্টির আড়ালে চলে গেছে। এ কারণে কয়েক বছর ধরেই ফেবারিট কোটস হালনাগাদ করেন না অনেকে। তাই কয়েক বছর আগের প্রিয় কথাটিই ফেবারিট কোটসে রয়ে গেছে। কয়েক বছর আগের জন্য কথাটি হয়তো ঠিকই ছিল, কিন্তু বর্তমানে এটি হতে পারে লজ্জার কোনো বিষয়।
একই রকম আরেকটি বিষয় হলো ‘অ্যাবাউট’। এখানে কারো বিষয়ে তথ্য দেওয়া হয়। ক্যামেরা মোবাইল বা স্মার্টফোনের জনপ্রিয়তার আগে বিষয়টি বেশ জনপ্রিয় ছিল। তবে এখন অনেকেই বিষয়টি হালনাগাদ করেন না। কয়েকজন বন্ধুর অ্যাবাউটে গিয়ে দেখা যাবে হাস্যকর অনেক তথ্যই দেওয়া আছে।
জানা গেছে, ফেবারিট কোটস বা অ্যাবাউটের মতো ফেসবুকের কিছু বিভাগের জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকেই বিষয়গুলো হালনাগাদ করেন না। তবে এগুলোর সেটিংসে পরিবর্তন না করায় সবাই দেখতে পান। আর এর মধ্যে বর্তমান সময়ের জন্য লজ্জাকর অনেক বিষয়ও থাকে।