‘আয়রনম্যান’ হলেন জাকারবার্গ!
পরিচিত ধূসর টি-শার্ট পরে ল্যাপটপে কাজ করছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে মুখটা ঢাকা পড়ে আছে ‘আয়রনম্যানের হেলমেটে’। সম্প্রতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টের এক ভিডিওতে এভাবেই দেখা দেন জাকারবার্গ।
এনটিভি জানিয়েছে, জাকারবার্গ প্রকৃতপক্ষে আয়রনম্যানের কোনো হেলমেট পরেননি। ‘ফেস-সোয়াপ’ নামক একটি সফটওয়্যার ব্যবহার ভিডিওতে নিজের মুখের ওপর আয়রনম্যানের হেলমেট বসান তিনি। এই সফটওয়্যার ব্যবহার করে কোনো ব্যক্তির মুখের ওপর, প্রাণী বা চলচ্চিত্রের কোনো চরিত্রের মুখোশ, আয়রনম্যানের হেলমেটসহ বিভিন্ন রূপ দেওয়া যায়। অতি সম্প্রতি ফেসবুক ফেস-সোয়াপের উদ্ভাবক এমএসকিউআরডি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। ফেস-সোয়াপের প্রচারণায় জাকারবার্গ এটি ব্যবহার করে আয়রনম্যানের হেলমেট পরেন।
ফেসবুকের ভিডিওতে দেখা যায়, আয়রনম্যানের মুখোশ পরা মার্ক জাকারবার্গ ল্যাপটপে কাজ করছেন। কাজ থামিয়ে হেলমেটের সামনের অংশের ঢাকনা খুলে জাকারবার্গ বলেন, তিনি কোডিংয়ের কাজ করছেন এবং আয়রনম্যানের কোনো পোশাক পরে নেই। একটি সফটওয়্যার ব্যবহার করেছেন মাত্র। এর ফাঁকে তিনি এমএসকিউআরডি টিমকে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
ফেস-সোয়াপ ব্যবহার করে আয়রনম্যানের মুখোশ পরা জাকারবার্গের ভিডিওটি এরই মধ্যে দেখেছে ৫৪ লাখ ফেসবুক ব্যবহারকারী। আর ভিডিওটি শেয়ার হয়েছে ১০ হাজার বার।
জানা গেছে, আয়রনম্যানের বিশেষ ভক্ত জাকারবার্গ। চলতি বছরের শুরুতে তিনি আয়রনম্যান চলচ্চিত্রে দেখানো জারভিস নামক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) তৈরির ঘোষণা দেন। জাকারবার্গ একে ব্যক্তিগত প্রতিজ্ঞার অংশ হিসেবে নিয়েছেন।
আয়রন ম্যানের হেলমেট পরিহিত জাকারবার্গের ভিডিওটি দেখতে ক্লিক করুন :