মক্কায় ক্রেন ভেঙে পড়ার তদন্ত প্রকাশ হবে : বাদশাহ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদ আল-হারামের ওপর কেন ক্রেন ভেঙে পড়ল, এর তদন্ত ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে ক্রেনটি ভেঙে পড়ে।
গত শুক্রবার সন্ধ্যায় ক্রেনটি ভেঙে পড়ার ঘটনায় এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই ঘটনায় আহত হন দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। তাঁদের মধ্যে আহত ৪০ বাংলাদেশি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
গতকাল শনিবার রাতে বাদশাহ সালমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিদের তিনি দেখতে যান।
বাদশাহর বরাত দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ‘ভেঙে পড়ার সব কারণ আমরা তদন্ত করে বের করব এবং পরে নাগরিকদের আমরা ঘোষণা দিয়ে জানিয়ে দেব।’ নিহত ব্যক্তিদের মধ্যে ইরান, তুরস্ক, আফগানিস্তান, মিসর ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।
মসজিদ আল-হারাম পরিচিত গ্র্যান্ড মস্ক নামেও, এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা কাবা শরিফের চারপাশ ঘিরে মসজিদটির অবস্থান।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট সুলাইমান বিন-আবদুল্লাহ আল-আমর জানান, ক্ষয়ক্ষতির মাত্রার নিরূপণ করতে একটি তদন্ত চলছে।
চলতি মাসের শেষ দিকে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান মক্কায় পৌঁছাবেন। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেন দুর্ঘটনার ফলে হজ পালনে সমস্যা হবে না।
গত বছর ২২ লাখ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন মসজিদের সম্প্রসারণ কাজ শুরু করে সৌদি কর্তৃপক্ষ।