তাইওয়ানে বিমান নদীতে, নিহত অন্তত ৩১
তাইওয়ানের তাইপেতে আজ বুধবার সকালে ৫৮ আরোহী নিয়ে ট্রান্স এশিয়া এয়ারওয়েজের একটি বিমান নদীতে পড়েছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। উদ্ধারকারী দল ১৫ জনকে উদ্ধার করেছে। এখনো নিখোঁজ ১২ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।
বিমানটি কিলাং নদীতে বিধ্বস্ত হওয়ার পর পানিতে ডুবে যায়। এতে অনেক যাত্রী বিমান থেকে বের হতে না পেরে প্রাণ হারান। তাইওয়ানের গণমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) প্রায় ডুবে যাওয়া একটি বিমানের ছবি প্রকাশ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য, বিমানটি পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে।
এটিআর-৭২ ফ্লাইটের বিমানটি তাইপের উপকণ্ঠে সংশান বিমানবন্দর থেকে চীনের কিনমিনে যাচ্ছিল। রওনা হওয়ার কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তবে সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, একটি উড়াল সড়কে ধাক্কা খাওয়ার পর বিমানটি নদীতে গিয়ে পড়ে। স্থানীয় টেলিভিশন এটিটিভির ফুটেজে দেখা যায়, নদীতে পড়ার আগে বিমানটি একটি সড়কে ধাক্কা খাচ্ছে।
২০১৪ সালের জুলাইয়ে ট্রান্স এশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হয়েছিল। বিমানটি ঘন কুয়াশায় বিধ্বস্ত হয়ে তাইওয়ানের পেঙ্গু দ্বীপপুঞ্জে পড়ে গিয়েছিল।