নিউইয়র্কে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, নিহত ৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের (স্পোর্ট ইউটিলিটি কার) এক যাত্রীসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ট্রেনটি ৬৫০ জনের মতো যাত্রী নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল টার্মিনাল থেকে নর্দার্ন সাবার্ব এলাকায় যাচ্ছিল। পথে ভলহাল্লা এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়।
নিউইয়র্কের নগর পরিবহন কর্তৃপক্ষ জানায়, রেলক্রসিং গেটে আটকে গেলে চালক দরজা খুলে গাড়ি থেকে বের হন। এ সময় তিনি গাড়ির পেছনের দিকে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করেন। পরে গাড়িটি স্টার্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে দ্রুত এটিকে ধাক্কা দেয়। এতে আগুনে গাড়ির চালক ও ট্রেনের ছয় যাত্রী নিহত হন।
নিউইয়র্কের সেন্ট্রাল টার্মিনাল-নর্দার্ন সাবার্ব রুটে কয়েক বছরে বেশ কিছু ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০১৩ সালের পহেলা ডিসেম্বর এক ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়।