পাকিস্তানে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের সিরকি রোডে বুধবার জায়নুল্লাহ নামের এই পুলিশ সদস্যকে হত্যা করা হয় বলে জানিয়েছে ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর হাতেগোনা যে কয়েকটি দেশে এখনো পোলিওর প্রাদুর্ভাব উল্লেখযোগ্য তার মধ্যে পাকিস্তান অন্যতম।
সর্বশেষ ২০১২ সালে দেশটিকে পোলিওমুক্ত করতে কর্মসূচি নেয় সরকার। এর পর থেকেই দেশটির পোলিওকর্মীরা মাঝেমধ্যেই হামলার শিকার হচ্ছেন। পরিকল্পিত এসব হামলার সর্বশেষ ঘটনা এটি। এখন পর্যন্ত কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।