ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় একটি বিদেশি দূতাবাস ভবনসহ বেশকিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পোর্ট ভিলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে রাজধানীর রাস্তায় মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন সোশ্যাল মিডিয়াতে ধংসযজ্ঞের ছবি পোস্ট করে স্যাটেলাইট টেলিফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘শহরের ভবনগুলোতে লোকজন ছিল। আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে মৃতদেহ পড়েছিল।’ তিনি আরও বলেন, ভূমিধসে একটি বাস সম্পূর্ণরূপে চাপা পড়ে। ধারণা করা হচ্ছে সেখানেও লোক মারা গেছে।
ভানুয়াতুতে একটি জিপলাইনের ব্যবসা পরিচালনাকারী থম্পসন জানিয়েছেন, দু’টি সেতু সম্পূর্ণ ধংস হয়ে গেছে। একটি বিদেশি কূটনৈতিক মিশনের ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়। তিনি বলেন, ভূমিকম্পের পর বেশিরভাগ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে শহরের রাস্তাগুলোতে ভাঙ্গা কাঁচ এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলার ধংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।