গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৮৮
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ২০৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (৫ জানুয়ারি) গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ২০৮ জন।
এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮০৫ জনে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।