গাজীপুরে অগ্নিকাকাণ্ডে পুড়ে গেছে ৬টি ঝুটের গুদাম
গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় আজ রোববার দুপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত তারা ড্যাম্পিংয়ের কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আজ দুপুর পৌনে ২টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন পাশের একটি বসতঘরসহ আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্ট করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত তারা ড্যাম্পিংয়ের কাজ করছিল। অগ্নিকাণ্ডে মালামালসহ ঝুটের ছয়-সাতটি গুদামসহ একটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় শাহ্ আলমের মালিকানাধীন গুদামঘর ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া, আবদুর রউফসহ কয়েকজন ব্যবসায়ী ঝুটের ব্যবসা করে আসছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে মালামালসহ ছয়-সাতটি গুদাম ও একটি বসতঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।