শেরপুরে বন্যহাতি তাড়াতে চাষিরা পেলেন সার্চ লাইট
বন্যহাতিরা আলো দেখে ভয় পায়। তাই বন্যহাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সবজি চাষিদের দেওয়া হলো সার্চ লাইট।
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীবরদীর গারো পাহাড় সংলগ্ন রানীশিমূল ও সিঙ্গাবরুনা ইউনিয়নের ১০টি সবজিচাষি দলের মধ্যে সার্চ লাইট বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এ উপলক্ষে জেলার মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার।
ওয়ার্ল্ড ভিশন এপির স্থানীয় ব্যবস্থাপক প্রকাশ চাম্বু গং এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।