শেরপুরে লকডাউন নিয়ে চলছে চোর-পুলিশ খেলা
শেরপুরে লকডাউন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। লকডাউনে জেলা শহরের দোকানপাট বন্ধ থাকলেও উপজেলা শহরগুলোতে চলছে লুকোচুরি। প্রতিদিন প্রশাসনের তরফ থেকে দোকানিদের জরিমানা করা হচ্ছে। অহেতুক বাড়ির বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
সরেজমিনে দেখা গেছে, আজ সোমবার থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের অভিযান পরিচালিত হয়। জেলার ঝিনাইগাতীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শহরে অভিযান চলার খবর পেয়ে দোকানপাট বন্ধ করার হিড়িক পড়ে যায়। অবস্থা অনেকটা চোর পুলিশ খেলার মতোই। প্রশাসনের লোকজন এলে দোকান বন্ধ, চলে গেলেই আবার খোলা।
অন্যদিকে, শেরপুরের নকলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় আটটি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন অমান্য করে জেলার পাঠাকাটা এলাকায় গরুর হাট বসানোর জন্য ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও নালিতাবাড়ী উপজেলায় লকডাউন কিছুটা শিথিল বলে জানা গেছে।