অবশেষে জয়ের মুখ দেখল মুম্বাই
হারটা যেন পিছু ছাড়ছিল না মুম্বাই ইন্ডিয়ানসের। টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচে হারের তিক্ততা তাড়া করছিল তাদের। চলমান আইপিএলে চরম দুর্দশায় পড়া দলটি অবশেষে নিজেদের প্রথম জয়ের দেখা পেল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গতকাল শনিবার রাতে জয়ের খাতা খুলতে পারল রোহিত শর্মার দল।
আইপিএলে নিজেদের নবম ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। ৯ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে প্রথম পয়েন্ট পেল মুম্বাই। ২ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের তলানিতে তাদের অবস্থান।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জস বাটলার। ৫২ বলে তাঁর ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ৪ ছক্কা। এ ছাড়া বাকিরা জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন অশ্বিন। আর কেউ ২০-এর ঘরও পার করতে পারেননি।
জবাব দিতে নেমে চার বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে মুম্বাই। ৩৯ বলে ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে জয়ের পথ সহজ করে দেন সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে তিলক ভার্মার ৮১ রানের জুটিতেই ইনিংস গড়ে নেয় মুম্বাই। ৩০ বলে ৩৫ রান করেন তিলক ভার্মা। ইষান কিষান করেন ২৬ রান।