অবশেষে দিল্লির একাদশে মুস্তাফিজ
আইপিএলে কি দিল্লি ক্যাপিটালস একাদশে সুযোগ পাবেন পেসার মুস্তাফিজুর রহমান, নাকি ম্যাচের পর ম্যাচ বসে থাকতে হবে বেঞ্চে?—গত কয়েকদিন ধরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত-সমর্থকদের মনে। তবে, ৩ ম্যাচ বসে থাকার পর শেষমেশ দিল্লি একাদশে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি একাদশে সুযোগ মেলেনি প্রোটিয়া তারকা রাইলি রুশোর। মূলত তার পরিবর্তেই একাদশে সুযোগ মিলেছে মুস্তাফিজের।
এবারের আইপিএলে খুবই বাজে ফর্মে রয়েছে দিল্লি। প্রথম তিন ম্যাচ হেরে ব্যাটফুটে ওয়ার্নারের দল। তাই মুস্তাফিজ ফেরায় প্রথম জয়ের দেখা পাবে কি দিল্লি, তা বলে দেবে সময়। তবে, পরবর্তী ম্যাচগুলোতে একাদশে জায়গা নিশ্চিতে এই ম্যাচে মুস্তাফিজের ভালো করাটা জরুরি।
দিল্লির একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানিশ পান্ডে, যশ দুল, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমান