অভিষেকেই গুজরাটের শিরোপার উল্লাস
লক্ষ্য খুব একটা বড় নয়। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানসের সামনে মাত্র ১৩১ রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান রয়্যালস। এই লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। সাত উইকেটের দারুণ জয় ঘরে তোলে গুজরাট। প্রথমবার আইপিএলে অংশ নিয়েই শিরোপা জেতে তারা।
আজ রোববার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান গড়ে রাজস্থান। জবাবে ১৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৩ রান করে শিরোপার উল্লাস করে গুজরাট।
গুজরাটের শিরোপা জয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার শুভমান গিল। ৪৩ বলে ৪৫ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি। আর হার্দিক পান্ডিয়া ৩৪ ও ডেভিড মিলার ৩২ রান করেন দলের এই জয়ে।
রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। ৩৫ বল খরচ করেন তিনি। গজরাটের হয়ে হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ১৭ রান খরচায় তিন উইকেট নেন।
এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেন জস বাটলার। চারটি করে শতরান ও অর্ধশতরান করেছেন তিনি। কোহলির ৯৭৩ রানের রেকর্ড ভাঙেন তিনি। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান।
এদিন ফাইনালে সেই রেকর্ডর টপকে গেলেন জস বাটলার। তবে এদিন ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজস্থান। পাওয়ারপ্লের শেষে স্কোর ছিল ৬ ওভারে ১ উইকেটে ৪৪। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৫০ রান, চার উইকেটে। শেষ পাঁচ ওভারে রাজস্থানের আরও চারটি উইকেট পড়ে, রান ওঠে মাত্র ৩৬।
গ্রুপ পর্বে এই রাজস্থান রয়্যালসকে সহজেই হারিয়েছিল গুজরাট টাইটানস। প্রথম কোয়ালিফায়ারে তাদেরই বিপক্ষে বিরুদ্ধে শেষ ওভারের নাটকীয়তায় জিতে ফাইনালে উঠে তারা। ফাইনালে সেই রাজস্থানকে হারিয়ে শিরোপা জেতে গুজরাট।