আইপিএল নিয়ে বিসিবির টালবাহানা, প্রশ্ন তুললেন মাশরাফী
চলতি মাসের শেষেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। এই আসরে অংশ নিতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে যেন আলোচনা থামছেই না। এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবির টালবাহানা নজর এড়ায়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।
আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব-লিটন। তবে পুরো আসরের জন্য বিসিবির কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়েও পাননি। কারণ হিসেবে জাতীয় স্বার্থের কথা বলে তাদেরকে সীমিত সময়ের জন্য অনুমতি দেওয়ার কথা জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অবশ্য এনওসি নিয়ে বিসিবির এমন টালবাহানা নতুন কিছু নয়। এর আগেও গত বছর আইপিএলে খেলার প্রস্তুাব পেলেও তাসকিনকে দক্ষিণ আফ্রিকা সফরের কথা চিন্তা করে অনুমতি দেয়নি বিসিবি। শুধু তাই নয় এর আগের আসরগুলোতে সাকিবের এনওসি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
আর বারবার এনওসি নিয়ে এমন টালবাহানায় বিরক্ত মাশরাফী। আজ সোমবার (২৭ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফী বলেন, ‘বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নেই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ছাড়াই টাইগারদের খেলার সামর্থ্য রয়েছে বলে মনে করে মাশরাফী বলেন, ‘এদিকে তো আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি। খেলাচ্ছি না তা তো না। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সঙ্গে। ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে... হোয়াই নট?’
মাশরাফী আরও যোগ করেন, ‘আয়ারল্যান্ডের সঙ্গে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার এবিলিটি আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে। ইংল্যান্ডের সঙ্গে ১-২ জনকে সরিয়ে খেলেছে বাংলাদেশ, এদিক ওদিক করে। একই খেলা আয়ারল্যান্ডের সঙ্গেও খেলেছে। এভাবে শিফট করে তো করা যায়। তো ইংল্যান্ডে কেন নিতে পারবে না? সিরিজটা কতোটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে হবে। তো যে ক্রিকেটারটা আইপিএলে সুযোগ পেয়েছে তার সঙ্গে কথা বলে এটার সমাধানে আসা উচিত।’
মাশরাফী আরও বলেন, ‘যেতে চায় কি চায় না সেটা আলোচনা করার পর বলা যাবে। সাকিব-লিটন ওরা ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এতো কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।’
৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। তাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিব ও লিটনের। তবে ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর্যন্ত খেলা হলে টেস্টটি শেষ হবে ৮ এপ্রিল। অর্থাৎ, শুরুর এক সপ্তাহে আইপিএলে থাকতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শুরু থেকেই দিল্লির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান।