আজ বাংলাময় বিপিএল
ভাষার মাসকে কেন্দ্র করে একটি দিনকে রাঙিয়ে তোলার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার(১০ ফেব্রুয়ারি) বিপিএল হবে পুরো বাংলাময়। ধারাভাষ্য থেকে শুরু করে সাক্ষাৎকার সবকিছুতেই আজ থাকবে বাংলার ছোঁয়া।
চলতি আসরের প্রাথমিক পর্বের শেষ দিন আজ। চার দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়াতে এই ম্যাচটি স্রেফ পয়েন্ট বাড়ানো আর নিয়মরক্ষা। আর এই ম্যাচকেই বাংলা দিয়ে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সাধারণত, বিপিএলের ধারাভাষ্য ইংরেজিতে হয়। আজ দুই ম্যাচেই থাকবে বাংলা ভাষার ছোঁয়া। বাংলাদেশের ধারাভাষ্যকার যারা আছেন, তারা ধারাভাষ্য দেবেন বাংলাতেই। আর বিদেশ থেকে আসা স্যার কার্টলি অ্যামব্রোস, আমির সোহেলের মতো তারকারা ধারাভাষ্যে ব্যবহার করবেন কিছু বাংলা শব্দ।
এ ছাড়া সব ধারাভাষ্যকার ও উপস্থাপক এ দিন বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোষাক পরবেন। খেলা চলার সময় বাংলা ও ইংরেজি ধারাভাষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা।
এখানেই শেষ নয়। খেলার শুরুর আগে বা মাঝবিরতিতে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়াও হবে বাংলায়। ম্যাচের আগে-পরে আলোচনা ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও সাক্ষাৎকারও নেওয়া হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দ্য ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে।
সব দলের ক্রিকেটার, খেলা পরিচালনাকারী সব কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকরা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। মাঠের বড় পর্দায় ভাষার মাসের বিভিন্ন উক্তি প্রদর্শন করা হবে।