ওয়ানডেতে করা ভুলগুলো থেকে শিখতে চায় বাংলাদেশ
যেকোনো সিরিজেই ব্যর্থ হলে ‘ভুল থেকে শিক্ষা নেওয়া’র কথা জানান বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারেরা। তবে এই শেখা এখনো চলছে। এবার হ্যামিল্টন থেকে একই কথা শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে করা ভুল থেকে শিক্ষা নিয়ে টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যয়ের কথা জানালেন টি-টোয়েন্টি অধিনায়ক।
একদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনোটিতেই পাত্তা পায়নি সফরকারীরা। এমনকি পুরো সিরিজে দেখিয়েছেন বাজে ব্যাটিং, সঙ্গে ক্যাচ মিসের মহড়া।
ওয়ানডে সিরিজের হতাশা ভুলে বাংলাদেশের লক্ষ্য এবার টি-টোয়েন্টি সিরিজ। হ্যামিল্টনে আগামীকাল রোববার সকালে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন, টি-টোয়েন্টি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা।
মাহমুদউল্লাহ বলেন, ‘সম্প্রতি যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে কোনো কিছু হতে পারে। যে ভুলগুলো আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলো মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’
আপাতত সিরিজে জয় ছাড়া বিকল্প দেখছেন না বাংলাদেশি তারকা। তাই ব্যতিক্রমী কিছু করার তাগিদ দিলেন মাহমুদউল্লাহ, ‘জয়ের বিকল্প অন্য কোনো পথ এখানে নেই। নিউজিল্যান্ডে তাদের হারাতে হলে প্রথার বাইরে কিছু করতে হবে। ব্যতিক্রমী কিছু করতে হবে। এই চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যাটিংয়ে যতটা আশা করেছিলাম, ততটা ভালো করতে পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ভালো করতে হবে, বোলারদের ডিফেন্ড করার মতো পুঁজি দিতে হলে। বোলাররা খুব ভালো ছন্দে আছে। আমাদের যে বোলিং ইউনিট আছে, মেহেদি-নাসুম-মিরাজ, সব ফাস্ট বোলার, আমাদের বোলিং আক্রমণ খুব ভালো ওদেরকে আটকানোর জন্য।’