করোনায় আইপিএলে টাকা ওড়ানো দেখে অবাক অসি ক্রিকেটার
করোনার প্রকোপে কঠিন সময় পার করছে ভারত। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাস এখন সর্বোচ্চ আগ্রাসী আকার ধারণ করেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে।
এর মধ্যেই ভারতে চলছে ক্রিকেট উৎসব। জৈব-সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর। লিগের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। করোনার মধ্যে ক্রিকেটের জন্য এত টাকা ওড়ানোর বিষয়টি দেখে অবাক হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই। এই সময়ে সাধারণ জনগনের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দেখেও রীতিমত হতবাক অসি তারকা।
টাই নিজেও আইপিএল খেলতে এসেছিলেন। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় রাজস্থান রয়্যালসের অজি পেসার রবিবারই দেশে ফিরে গেছেন। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও নিজ দেশের রেডিও স্টেশন এসইএনকে টাই জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সীমান্ত বন্ধ হয়ে গেলে অস্ট্রেলিয়াতে ফেরা মুশকিল হবে বলে দেশে ফিরেছেন তিনি।
এবার দেশটির করোনা পরিস্থিতি নিয়েও কথা বললেন টাই। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে টাই বলেন, ‘ব্যাপারটা ভারতের সাধারণ নাগরিকদের নজর থেকেও দেখা উচিত। সেই দেশে করোনার বাড়বাড়ন্তের মধ্যেও আইপিএল চলছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজিদের কাছে অনেক টাকা। সেই টাকা ক্রিকেটের জন্য খরচ করা হলেও ভাইরাস আক্রান্ত মানুষদের কাজে লাগানো হচ্ছে না। অসংখ্য মানুষ হাসপাতাল পাচ্ছে না। তাদের পাশে থাকার কেউ নেই! এটা দেখে অবাক হয়ে যাচ্ছি।’
অসি ক্রিকেটার আরো বলেন, ‘খেলাধুলা সবার মনে আনন্দ দিতে পারে। সেটা আমরা সবাই জানি। এমন কঠিন অবস্থায় আইপিএল যদি গোটা দেশের মুখে হাসি ফোটাতে পারে তাহলে তো খুবই ভাল ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা অনেকেরই এই মুহূর্তে আইপিএল দেখার সময় নেই।’