ক্যারিবীয় সফরে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের স্পিন কোচকে
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে। পরিবারের সঙ্গে থাকতে বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন এই লঙ্কান স্পিনার।
বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বষয়টি। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথকে পাওয়া যাবে না। কারণ তিনি পরিবারের সঙ্গে থাকতে ছুটির আবেদন করেছেন।’
অবশ্য আসন্ন হোম সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন হেরাথ। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরের সময় বাংলাদেশ দলের কোচিং সেট-আপে যোগ দেন। এই বছর শেষের দিকে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি বাড়ানো হয়।
বিসিবি এখনও হেরাথের বদলে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে দেশের শীর্ষস্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দলের ৬ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। খসড়া সূচী অনুযায়ী উদ্বোধনী টেস্ট ১৬-২০ জুন অ্যান্টিগায় এবং দ্বিতীয় টেস্ট ২৪-২৮ জুন সেন্ট লুসিয়াতে হওয়ার কথা।
প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ ও ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে। ১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হবে।