নতুন কোচ সম্পর্কে যা বললেন মিরাজ
এই কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রঙ্গনা হেরাথ। জিম্বাবুয়ে সফর তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। লঙ্কান এই কিংবদন্তির সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ দলের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমাদের নতুন কোচ আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। অনেক সফল বোলার তিনি। আমাদের সঙ্গে তিন-চার দিন কাজ করেছেন, বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’
বাংলাদেশি এই স্পিনার আরও বলেন, ‘তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। মানসিকভাবে অনেক সমর্থন দিচ্ছেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি যেসব পরামর্শ দিচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তা খুব উপকার হবে।’
আগামী বুধবার শুরু হবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের একমাত্র টেস্ট। এরপর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৮ ও ২০ জুলাই হবে বাকি দুটি ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ ২৫ ও ২৭ জুলাই।
টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়), টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা)।