জন্মদিনে হারের হতাশা হেরাথের!
গলে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা, ২৫৯ রানে। সে জয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সে তারাই কি না চার উইকেটে হেরেছে সফরকারী বাংলাদেশের কাছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হয়তো ভাবেইনি এমন একটি হারের স্বাদ নিতে হবে তাদের।
অবশ্য লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের কাছে হারের দিনটি ছিল সবচেয়ে বেশি হতাশার। নিজের জন্মদিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে নবীনতম দলটির কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। তাই অন্য সবার তুলনায় তাঁর কষ্টটা একটু বেশিই বলা যায়।
তাই বাংলাদেশের প্রশংসা করতে ভুলেননি হেরাথ, ‘সত্যিই বাংলাদেশ ভালো খেলেই এই টেস্ট জিতেছে। এর জন্য প্রশংসার দাবি রাখে তারা। আমাদের কিছু ভুল ছিল বলেই হয়তো এই টেস্ট জিততে পারিনি।’
এর আগে টেস্টে কখনই লঙ্কানদের হারাতে পারেনি লাল-সবুজের দল। শততম টেস্টেই এলো লঙ্কা বধের উপলক্ষ। কলম্বোতে এই জয়ে হেরাথদের সঙ্গে সিরিজটা ১-১-এ ভাগাভাগি করে নিলেন মুশফিক-তামিমরা।
ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ৩৩৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৭ রানে। ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। ছয় উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।