গুজরাট নাকি রাজস্থান, কে হচ্ছে চ্যাম্পিয়ন?
দেখতে দেখতে শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ১০ দলের টুর্নামেন্ট এসে ঠেকেছে দুদলে। এবার আইপিএলের শিরোপার জন্য লড়াই করবে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস।
আজ রোববার আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এবারের আসরেই প্রথমবার আইপিএলে নাম লিখিয়েছে গুজরাট। নতুন দল, নতুন নেতৃত্ব—সবকিছুতেই নবাগত হয়েও বড় চমক দেখাল তারাই। হার্দিক পান্ডিয়ার অধীনে নিজেদের প্রথম আসরেই ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাট।
অন্যদিকে ২০০৮ সালে একবারই আইপিএলের শিরোপা স্বাদ পেয়েছিল রাজস্থান। মাঝের ১৩ আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি তারা। এতদিন পর এবার আরেকটি শিরোপার হাতছানি তাদের সামনে। নবাগত গুজরাটের সামনে রাজস্থান নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে পারে কি না সেটাই দেখার।
১৪ বছর আগে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। এবার দ্বিতীয় ফাইনালে লড়বে সঞ্জু স্যামসনের নেতৃত্বে। তবে ফাইনালেও কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করবে রাজস্থান। দলের তারকা ব্যাটার জস বাটলার বলেছেন, ‘শেন ওয়ার্ন–রাজস্থান রয়্যালসের জন্য খুব প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রথম মৌসুমে এই দলকে সাফল্য এনে দিয়েছিলেন। আমরা তাকে খুব স্মরণ করছি। কিন্তু আমরা জানি তিনি অনেক গর্ব নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন।’
পুরো আসরেই দারুণ ক্রিকেট খেলেছে গুজরাট। তাই ফাইনালে যে বেশ কঠিন লড়াই হতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারাও বলেছেন,‘এটা সত্যিই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। (পান্ডিয়া) একজন ব্যতিক্রমী খেলোয়াড়। সে তার দলকে সত্যিই ভালোভাবে নেতৃত্ব দিয়েছে। তারা ব্যতিক্রম দল, অনেক দক্ষ এবং সত্যিই ভালোভাবে গোছানো একটি দল। পুরো টুর্নামেন্টে তারা ধারাবাহিকভাবে ভালো খেলেছে।’
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জাসওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, ইয়ুজভেন্দ্র চাহাল ও প্রাসিধ কৃষ্ণা।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, ইয়াশ দয়াল, লকি ফার্গুসন ও মোহাম্মদ শামি।