‘চেষ্টা করব যেন ম্যাচ জিতে আসতে পারি’
নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। এখন পর্যন্ত যে অবস্থা, অনেকটাই এগিয়ে আছে মুমিনুলরা। এই ম্যাচে দলের সবচেয়ে সফল বোলার ইবাদত হোসেনও বাংলাদেশের সাফল্যে আশাবাদী।
চতুর্থ দিন শেষে ইবাদত বলেন, ‘আমরা চেষ্টা করব কাল যেন ম্যাচ জিতে আসতে পারি। নিউজিল্যান্ডে আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি আমরা। আশা করছি এবার সাফল্য পাবে দল।’
তরুণ এই পেসার আরও বলেন, ‘দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং–সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি, কীভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা পক্ষে থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি, কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি।’
আজ মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিন শেষে উইকেটে ৩৭ রানে অপরাজিত আছেন রস টেইলর। তাঁর সঙ্গে ৬ রানে ছিলেন রাচিন রবীন্দ্র। আজ শেষ সেশন পর্যন্ত ১৭ রানে এগিয়ে আছে টম ল্যাথামের দল।
এর আগে আজ চতুর্থ দিন সকালে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের ইনিংস টপকে বাংলাদেশ লিড নিতে পেরেছে ১৩০ রান।