বায়ার্ন ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন ফ্লিক
গত শনিবার রাতে বুন্দেসলিগার ম্যাচে ভল্ফসবুর্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের পরই দলটির কোচ হ্যান্সি ফ্লিক ঘোষণা দিয়েছেন তিনি নাকি আর থাকতে চান না দলটিতে। চুক্তি বাতিলের জন্য নাকি ক্লাবকে বলেও দিয়েছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
অবশ্য দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। ২০১৯ সালের নভেম্বরে। তাঁর হাত ধরেই বায়ার্ন অসাধারণ সব সাফল্য পায়। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে এত অল্প সময়ে ছয়টি শিরোপা জেতে তাঁর দল।
গোল ডটকমের খবরে জানা গেছে, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ঘোষণা দিয়েছেন বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়ার। শোনা যাচ্ছে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন ফ্লিক।
এই কোচের অধীনে বায়ার্ন গত বছর চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ ট্রেবল জিতেছিল।
বায়ার্ন মিউনিখ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘আমি এরই মধ্যেই পুরো দলকে জানিয়ে দিয়েছি চুক্তি শেষ হওয়ার আগেই দল ছাড়তে চাই। এটা আমার জন্য মোটেই সহজ কোনো সিদ্ধান্ত নয়। এমন একটি ক্লাবের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।’
আসন্ন ইউরোর পর জার্মানির কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ জোয়াকিম লো। তাঁর জায়গায় ফ্লিককে বিবেচনা করা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ী জার্মান দলের সহকারী কোচ ছিলেন ফ্লিক।