বিপিএলে বল টেম্পারিং করে ধরা পড়লেন বোপারা
ম্যাচটির শুরু থেকেই আলোচনায় ছিলেন সিলেটের বিদেশি তারকা রবি বোপারা। হঠাৎ করে আজকের ম্যাচে সিলেটের অধিনায়কত্বের ভূমিকায় দেখা যায় তাঁকে। মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে নেতৃত্বে আসা রবি বোপারা নেতৃত্বের প্রথম দিনই বল টেম্পারিং করে বিতর্কের জন্ম দিলেন। খুলনা টাইগার্সের বিরুদ্ধে বল টেম্পারিং করে আম্পায়ারদের কাছে ধরা পড়লেন এই ইংলিশ তারকা।
ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। টিভি পর্দায় দেখা যায়, নখ দিয়ে বল আড়াল করে খুঁটছেন সিলেটের অধিনায়ক বোপারা। ব্যাপারটি আম্পায়ারদের চোখে পড়ে। এরপর ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন তারা। আম্পায়ারদের চোখে ধরা পড়ে, বলের আকৃতি পরিবর্তন হওয়া। তাৎক্ষনিকভাবে ওই বল বদলে নতুন বল আনান তাঁরা। এর জন্য পাঁচ রান পেনাল্টি দিতে হয় সিলেটকে। ওই পাঁচ রান যোগ হয় খুলনার স্কোরবোর্ডে।
বিপিএলে এই প্রথম এমন টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা ঘটেছে। আজ মাঠে বোপারা অবশ্য আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। দুই হাত তুলে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় এই ইংলিশ তারকাকে।
ম্যাচটিতে সিলেটের অবস্থাও ভালো ছিল না। নিজেদের হোম ভেন্যুতেই বোলিংয়ে চরমভাবে ভুগল সিলেট সানরাইজার্স। ঘটনাবহুল ম্যাচটিতে ব্যাট হাতে চমক দেখালেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় তুললেন দুজন। দুই তারকার ব্যাটে চড়ে সিলেটকে ১৮৩ রানের কঠিন লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স।
ব্যাট হাতে দুর্দান্ত করা সৌম্য উপহার দিয়েছেন ৮২ রানের ইনিংস। ৬২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও চার ছক্কা দিয়ে। মুশফিকুর রহিম খেলেছেন ৬২ রানের ইনিংস। মাত্র ৩৮ বলে তাঁর ইনিংসে ছিল ছয় বাউন্ডারি ও দুই ছক্কা।