সহজ জয়ে সেরা দুইয়ে গুজরাট, ধোনির চেন্নাইয়ের হতাশা
ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ৬৭ রানের ইনিংসের ওপর ভর করে গুজরাট টাইটানস সাত উইকেটের সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই জয়ের সুবাদে সেরা দুইয়ে নিশ্চিত করেছে গুজরাট।
রুতুরাজ গায়কওয়াড়ের দুর্দান্ত হাফসেঞ্চুরির পরও গুজরাটের বোলাররা চেন্নাইকে ১৩৩ রানে আটকে রাখে। জবাবে তিন উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় গুজরাট।
ঋদ্ধিমান দারুণ হাফসেঞ্চুরি করেন ৫৭ বল খরচায়। এক ছক্কা ও আটটি বাউন্ডারি দিয়ে ইনিংসটি সাজান তিনি। চেন্নাইয়ের কোনো বোলারই খুব একটা সুবিধা করতে পারেননি।
এর আগে চেন্নাইয়ের পক্ষে রুতুরাজ ৪৯ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন। মঈন আলী ১৭ বলে ২১ এবং ৩৩ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলেন জগদীসান।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট। দ্বিতীয় স্থানে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ ম্যাচে ১৬। আর চেন্নাই আছে নবম স্থানে, ১৩ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা।