স্রোতের বিপরীতে ছিলেন কেবল তামিম
চলমান বিপিএলে ছন্দে আছেন মিনিস্টার গ্রুপ ঢাকার তারকা তামিম ইকবাল। কিন্তু যাকে সুযোগ দেওয়ার জন্য তিনি জাতীয় দলের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন, সেই মোহাম্মদ নাঈমের ব্যাট সবচেয়ে অনুজ্জ্বল। টানা ব্যর্থতায় আটকে থাকা নাঈম ফরচুন বরিশালের বিপক্ষেও হতাশ করলেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ঢাকাকে একাই টানলেন তামিম। বাঁহাতি ওপেনারের ব্যাটে চড়ে সাকিবের বরিশালকে ১২৯ রানের ছোট লক্ষ্য দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
আজ শুক্রবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করেছে মিনিস্টার ঢাকা। দলটির হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তামিম ইকবাল।
বিপিএলের প্লে-অফে যেতে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ঢাকার জন্য। আজ জিতলেই শেষ চার নিশ্চিত হবে ঢাকার। হারলে তাদের সামনে কঠিন সমীকরণ। তাদের তাকিয়ে থাকতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের ম্যাচের দিকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম। কিন্তু এবারও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। উইকেটে থেকে ৯ বল মোকাবিলা করে ৬ রান করেন। শুধু ওপেনিংয়ে নয়, নাঈমকে অনেক পজিশনে খেলিয়েছে ঢাকা। কিন্তু কোনো পজিশনেই জ্বলে উঠতে পারেননি টি-টোয়েন্টির অটো চয়েজ নাঈম। ঢাকার হয়ে আট ম্যাচ খেলে ৮ গড়ে মাত্র ৫০ রান করেছেন নাঈম।
এদিন ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ-জহুরুলরাও। স্রোতের বিপরীতে ছিলেন কেবল তামিম। উইকেটে থিতু হয়ে ঢাকাকে মোটামুটি লড়াইয়ে পুঁজি এনে দেন বাঁহাতি ওপেনার। ৫০ বলে ৬৬ রানের চমৎকার ইনিংস উপহার দেন তামিম। তাঁর ইনিংসটি সাজানো ছিল এক ছক্কা ও ৯ চারে। আর শেষ দিকে শুভাগত হোম করেন ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা : ২০ ওভারে ১২৮/৯ (নাঈম ৬, জহুরুল ২, তামিম ৬৬, মাহমুদউল্লাহ ৩, শামছুর ৩, শুভাগত ২১, কায়েস ৮ , শফিউল ০, রুবেল ৬; সাকিব ৪-০-২১-১, মুজিব ৪-০-১৫-১, শান্ত ১-০-৯-০, ব্রাভো ৪-০-১৮-২, জিয়াউর ১-০-১৩-০, রানা ২-০-১২-২)।