আগামী মৌসুম থেকে বাড়তে পারে বিপিএলের ভেন্যু
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নয়টি আসর শেষ হলেও এই টুর্নামেন্টের ভেন্যু সীমাবদ্ধ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যেই। নেই হোম ও অ্যাওয়ে ম্যাচের ব্যবস্থা। তবে, আগামী মৌসুম থেকে ভেন্যু বাড়ানোর কথা বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীবার না হলেও অন্তত এর পরের বছর থেকে হলেও ভেন্যু বাড়বে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
আজ মঙ্গলবার (৪ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিপিএল কুইজ-২০২৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভেন্যু হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি যুক্ত হতে পারে রাজশাহী বা খুলনা। এ প্রসঙ্গে মল্লিক বলেন, ‘খুলনার চেয়ে রাজশাহীকে আমরা একটু এগিয়ে রাখব। রাজশাহীতে খেলা দেওয়ার ইচ্ছে আছে আমাদের। এই মৌসুমে না পারলেও এর পরের সিজন থেকে আমরা চেষ্টা করব। খুলনাতে আমাদের খুব ভালো মানের হোটেল দরকার তিন-চারটা। সেখানে এরকম নেই। রাজশাহীতে দুটো নতুন হোটেল হয়েছে। এই দিক থেকে আমরা রাজশাহীকে এগিয়ে রাখছি।’
বরিশালকে বিবেচনায় রাখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিক বলেন, ‘বরিশালে শুধু ট্রাসপোর্ট না, হোটেলের সমস্যাও আছে। একটা মাত্র হোটেল আছে যেটা আমাদের বিপিএলের মানের সঙ্গে যায়। এই জায়গা থেকে ছয়-সাতটা দলকে নিয়ে ওখানে টুর্নামেন্ট করাটা কঠিন।’