নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
নারী ফুটবল বিশ্বকাপের গতবারের দুই ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এবার মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বেই। ফাইনালে শেষ হাসি যুক্তরাষ্ট্র হাসলেও এ দিন কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
‘ই’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নিউজিল্যান্ডের ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে মুখোমুখি হয় বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দল যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। হাইভোল্টেজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যায় দুদল।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম সাফল্য পায় ডাচ নারীরা। মার্কিনিদের ডি-বক্সের মধ্যে চমৎকার একটি দলীয় আক্রমণের চূড়ান্ত পরিণতি দেন জিল রুর্ড। রুর্ডের গোলে এগিয়ে যাওয়া ডাচরা ২৮ মিনিটে পেতে পারত দ্বিতীয় গোল।
ডি-বক্সের বাইরে থেকে ডমিনিক জেনসেনের দুর্দান্ত শট কোনোমতে ঠেকান মার্কিন গোলরক্ষক অ্যালিসা নেহের। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে বল নিজেদের দখলে রাখে নেদারল্যান্ডস। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় যুক্তরাষ্ট্রের নারীরা। ডাচ গোলমুখে একের পর এক শট নিলেও গোলের দেখা পাচ্ছিলেন না। অবশেষে, ৬২ মিনিটে অধিনায়ক লিন্ডসে হোরানের গোলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা। অসাধারণ এক হেডারে দলকে ম্যাচে ফেরান তিনি।
এর পর দুদলই চেষ্টা চালিয়েছে ম্যাচে এগিয়ে যাবার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস। ‘ই’গ্রুপে তাদের সঙ্গে বাকি দুই দল পর্তুগাল ও ভিয়েতনাম। প্রথম ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে যুক্তরাষ্ট্র এবং পর্তুগালকে ১-০ গোলে হারায় নেদারল্যান্ডস।