কুমিল্লায় রাকিম কর্নওয়াল, খুলনায় দাসুন শানাকা
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাকিস কর্নওয়ালকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্যাটাগরির দ্বিতীয় ডাকে এই অলরাউন্ডারকে দলে নেয় কুমিল্লা। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে পুরো মৌসুমের জন্যই পাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে কর্নওয়াল আছেন ‘বি’ ক্যাটাগরিতে। এর আগে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছিলেন রাকিম। দীর্ঘদেহী এই তারকার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রয়েছে দারুণ কিছু পারফরম্যান্স।
এ ছাড়া ছন্দে থাকা শ্রীলঙ্কান তারকা দাসুন শানাকাকে নিয়েছে খুলনা টাইগার্স। ড্রাফট থেকে কাসুন রাজিথাকেও নিয়েছে তারা।
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। আগামী আসরটি হতে চলেছে বিপিএলের দশম আসর। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। ২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের।
এ ছাড়া, পুরো মৌসুমের জন্য আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।