বিপিএলের উন্মাদনা বাড়াতে বিসিবির নতুন চমক
জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক বাকি থাকলেও আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। যার ধারাবাহিকতায় আকষর্ণীয় লোগো ও নজরকাড়া থিমে সবাইকে চমকে দিয়েছে বিসিবি।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) বিসিবির ফেসবুক পেজে রিকশার নকশা চিত্র ব্যবহার করে একটি পোস্টার প্রকাশ করা হয়। এমন নকশায় বিসিবি বাংলাদেশের সংস্কৃতিকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বিশেষ এই লোগো প্রকাশ করে বিসিবি ক্যাপশন লিখেছে, ‘ক্রিকেট রোমাঞ্চের জন্য প্রস্তুত হন। চূড়ান্তভাবে রোমাঞ্চকর ক্রিকেট উপভোগ করার সময় এখনই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিসিবির এই লোগোটি। ভক্তদের অনেকেই বিসিবিকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবারের বিপিএলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। তুমুল সমালোচনায় পর এবার শুরু থেকেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে বিপিএলে। নির্দিষ্ট সময়ে ডিআরএস চলে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
দিনক্ষণ চূড়ান্ত না হলেও বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ জানুয়ারির ১৯। প্রায় দেড় মাসব্যাপী আয়োজনে এবারের আসরের ফাইনালের সম্ভাব্য তারিখ ১ মার্চ। এবারও আগের মতোই তিনটি ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।