বিপিএল : তারুণ্যে চড়ে জ্বলে ওঠার অপেক্ষায় খুলনা
বিপিএলের ডামাডোল বেজে উঠেছে। দলগুলো প্রস্তুত হচ্ছে। অপেক্ষা শুধু মাঠের লড়াই গড়ানোর। তার আগে, দলগুলোর খুঁটিনাটি জানতে আগ্রহী ভক্তরা। সেই জন্যই এনটিভি অনলাইনের এই আয়োজন। এই আয়োজনের আজ থাকছে বিপিএলের দল খুলনা টাইগার্সের আদ্যোপান্ত।
এবারের বিপিএলে নামের বিচারে সবচেয়ে বড় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দলের কথা আসলে আসে রংপুরের নাম। তৃতীয় নামটি তাহলে কার? সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তবে, তৃতীয় নাম হিসেবে খুলনাকে ধরে নিলে খুব একটা ভুল হবে না। তারুণ্য নির্ভর দল নিয়ে দলটিও অপেক্ষায় আছে দ্বাদশ বিপিএলে জ্বলে ওঠার জন্য।
কারণ, বর্তমান তরুণদের নিয়ে গড়া জাতীয় দলের অনেকেই আছে এই দলে। যেমন—আফিফ হোসেন, এনামুল হক, পারভেজ হোসেন, মাহমুদুল হাসানরা মাতাবেন খুলনার হয়ে। গতির বারুদ রুবেল হোসেনও খেলবেন খুলনার হয়ে। যার অভিজ্ঞতা হতে পারে বড় শক্তি। আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।
আসা যাক বিদেশিদের দিকে। বিদেশি খেলোয়াড়ও যে খারাপ নয় সেটি তালিকা দেখলেই বুঝা যায়। টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ নাম এভিন লুইসকে এনেছে খুলনা। আছেন ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, ধনঞ্জয়া ডি সিলভা।
এর মধ্যে বোলিংয়ে দলটির বড় শক্তির জায়গা ওয়াসিম ও ফাহিম আশরাফ। তরুণদের মধ্যে মুকিদুল ও নাহিদ রানা গত বিপিএলে ভালো করেছেন। সুযোগ পেলে তারাও মঞ্চ মাতাতে প্রস্তুত। এ ছাড়া স্পিনে বড় নাম নাসুম আহমেদ। ঘরের মাঠে তার স্পিন বড় ভূমিকা রাখবে। সেই সঙ্গে নাহিদুলও আছেন হাতঘোরানেরা জন্য। নাসুম আর নাহিদুল মিলে যদি পাওয়ারপ্লেতে দারুণভাবে সামলাতে পারেন তাহলে ভালো করা সম্ভব খুলনার।
খুলনার কোচের ভূমিকায় দেখা যাবে তালহা জুবায়েরকে। এর আগে বিপিএলে পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন জাতীয় দলের সাবেক এই পেসার। এবার প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে। তবে, এখন পর্যন্ত দলটির নেতৃত্ব ঠিক করা হয়নি। কে হবেন অধিনায়ক তার ওপর নির্ভর করছে দলের ছক সাজানো। তবে, সবমিলিয়ে যে, দলটি ভালো ফাইট দিতে প্রস্তুত সেটা বলাই যায়।
খুলনা টাইগার্স
আফিফ হোসেন, এভিন লুইস, ধনাঞ্জয়া ডি সিলভা, নাসুম আহমেদ, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান, নাহিদ রানা। শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসুন রাজিতা, দাসুন শানাকা ও ফাহিম আশরাফ।