সাকিবকে নিয়ে পুরোনো ছন্দ ধরে রাখতে পারবে রংপুর?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে ক্রিকেটারদের অনুশীলনের ব্যস্ততা। বাকি শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর। সেটাও গড়াবে আর মাত্র দুদিন পর। তার আগে বিপিএলের দল রংপুর রাইডার্স নিয়ে জেনে নেওয়া যাক এক ঝলক—
বিপিএলের দলগুলোর মধ্যে বড় নাম রংপুর রাইডার্স। এই রংপুর রাইডার্সেই এবার খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি কদিন আগে পা রেখেছেন রাজনীতিতে। হয়েছেন সংসদ সদস্য। এমপি হয়ে সাকিবের প্রথম মাঠে নামা হবে বিপিএল দিয়ে। রংপুর রাইডার্সের জার্সিতে ম্যাচ দিয়ে মাঠে নামবেন সাকিব।
দেখে নেই সাকিবের দল রংপুর নিয়ে এক ঝলক—
দল সাজানোর জন্য টাকা খরচ করতে বরাবরই অন্যতম রংপুর। দশম বিপিএলের উইন্ডোতে ফ্রি পাওয়া ভালো ক্রিকেটারদেরই দলে ভেড়ানোর চেষ্টা করেছে দলটি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রংপুরে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। যিনি, একই সঙ্গে রাখতে পারেন তিন ভূমিকা। একটি ব্যাটিংয়ে, আরেকটি বোলিংয়ে আরেকটি নেতৃত্বে।
এ ছাড়াও আছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদাররা। বোলিংয়ে আছেন গতির গোলা হাসান মাহমুদ। আছেন রিপন মন্ডল-হাসান মুরাদরা। সেই সঙ্গে ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামানরাও সুযোগ পেলে আলো ছড়াতে প্রস্তুত।
এবার আসি বিদেশিদের তালিকায়। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রংপুরের বড় নাম বাবর আজম। পাকিস্তানি তারকাকে নিয়ে আসরে নিজেদের টপ অর্ডার শক্ত রেখেছে দলটি। এ ছাড়াও রানের ঝড় তোলার জন্য আছেন টি-টোয়েন্টির বড় না নিকোলাস পুরান। আছেন আজমতউল্লাহ ওমরজাই, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা,এহসানউল্লাহরা। যারা সবাই টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছেন।
সবমিলিয়ে বিপিএলে বেশ ভালো দলই সাজিয়েছে রংপুর। দেশ-বিদেশি খেলোয়াড়দের মিশলে গড়া দলটি অনুশীলনও শুরু করেছে সবার আগে। প্রথমে দেশিরা শুরু করেছেন অনুশীলনে। ধীরে ধীরে আসছেন বিদেশিরা। ব্যাট-বলে নিজেদের তাতিয়ে নিয়ে তাদের অপেক্ষা মাঠে নামার। ঘরের মাঠে, সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না দলটি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রতিদিনই চলছে তাদের ব্যস্ততা। বিপিএলে একমাত্র নিজেদের মাঠ থাকা দলটি অনুশীলনে সবচেয়ে এগিয়ে। এবার মাঠের খেলায়া এগিয়ে থাকতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ। রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
রংপুর রাইডার্স স্কোয়াড :
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামান।