বিপিএলের টিকিট বিক্রি শুরু, জেনে নিন মূল্য তালিকা
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। বিপিএলে দিনে দুটি করে ম্যাচ, একবার টিকিট কেটে প্রবেশ করলে সেই টিকিটে দেখা যাবে দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে টিকিটের মূল্য।
মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইড সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে। দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। অললাইনে টিকিট বিক্রি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।
শেরেবাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। এই দামের টিকিটে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে ম্যাচের আগেরদিন রাত ৭টা পর্যন্ত। স্বশরীরে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তাদের।
এদিকে, বিপিএল শুরুর দিন তিনেক আগে উদ্বোধনী ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। আর দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭ টায় ছিল। এই ম্যাচটি হবে সাড়ে ৭টায়।