লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল কমিটির পাল্টা জবাব
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল হঠাৎই জানালেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে যদি দলগুলোকে লভ্যাংশ না দেওয়া হয়, তাহলে তার দল খেলবে না। এবারের আসর শুরুর ঠিক দুদিন আগে গতকাল বুধবার (১৭ জানুয়ারি) একথা জানান তিনি। দশম আসর শুরুর আগে বিপিএল কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দলগুলোকে লভ্যাংশ শেয়ার করা হয় না। তার সেই অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলল বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, আয় শেয়ার করা আসলে সম্ভব নয়।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘লভ্যাংশ শেয়ারের মডেলে যাব কি যাব না সেটি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেভাবেই কাজ করি। প্রথম বিপিএলে লভ্যাংশ শেয়ারের একটা ব্যাপার ছিল, কিন্তু সেটি কার্যকরী হয়নি। লভ্যাংশ শেয়ারের অভিজ্ঞতাটা আমাদের ভালো না। অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজিরা শুরুতে যে ফি দেয়, তাতে ওরা শেষে লাভটা শেয়ার করতে পারে। এখন আমরাও যদি এমন করতে যাই, তাহলে ফি ১৫ থেকে ২০ কোটি টাকা করতে হবে। এটা তো সবার পক্ষে সম্ভব নয়।’
এর আগে নাফিসা কামালের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীও জানিয়েছিলেন, বিপিএলে লভ্যাংশ শেয়ার করার কোনো সুযোগ নেই।