বাংলাদেশ সফরের আগে শাস্তির কবলে লঙ্কান ক্রিকেটার
আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি, ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজের ঠিক আগে শাস্তি পেলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির আচরণবিধি ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন এই লঙ্কান ক্রিকেটার।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হারার পর ম্যাচের পুরস্কার প্রদান মঞ্চে লাইভে আম্পায়ারের কড়া সমালোচনা করেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টি আমলে নিয়ে তাকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে তাকে, সঙ্গে মিলেছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে করে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হলেন এই অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হেরে যাওয়ার পর একটি নো-বলকে কেন্দ্র করে আম্পায়ারের সমালোচনা করেন হাসারাঙ্গা। আম্পায়ার লিন্ডন হানিবল দায়িত্বে অবহেলা করেছেন অভিযোগ তুলে তিনি বলেন, এমন নো-বল না দেখলে তার অন্য চাকরি খোঁজা উচিত।
একই ম্যাচে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তির কবলে পড়েছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। আম্পায়ারের নির্দেশনা অমান্য করায় তাকে ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওযা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। রহমানউল্লাহ ম্যাচের মধ্যে ব্যাটের গ্রিপ পরিবর্তন করেন আম্পায়ার বারবার নিষেধ করা সত্ত্বেও। তাই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
আগামী ১ মার্চ বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে হবে তিন ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। সিরিজের সেরা হন হাসারাঙ্গা।