হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাট, ক্যারিবীয়দের সঙ্গে সাম্প্রতিক সুখস্মৃতি—সবমিলিয়ে সিরিজে বাংলাদেশের জোর সম্ভাবনা ছিল। কিন্তু, প্রথম দুই ম্যাচ শেষে সেটি হাওয়ায় মিলিয়েছে। উল্টো তৈরি হয়েছে হোয়াইটওয়াশের শঙ্কা।তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। শেষ ওয়ানডে জিতে মান রক্ষার চ্যালেঞ্জ এখন...