দেবর খুন, ভাবি আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছিদ্দিক আলী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ দাবি করছে, পারিবারিক কলহের কারণে ছিদ্দিকের ভাবি নাদিয়া ছিদ্দিককে কুপিয়ে হত্যা করেছে। উজান নওপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে নাদিয়াকে আটক করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় ছিদ্দিক আলীর অসুস্থ বাবা নূর হোসেনের সেবা ও জমি নিয়ে নাদিরার সঙ্গে ছিদ্দিক আলীর কথাকাটাকাটি হয়। নাদিরা নিহত ছিদ্দিক আলীর বড় ভাই আবদুল জলিলের স্ত্রী। একপর্যায়ে নাদিরা ধারালো দা দিয়ে দেবর ছিদ্দিককে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় ছিদ্দিক আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ছিদ্দিক পথেই মারা গেছেন।
পুলিশ নাদিরার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহত দা ও রক্তমাখা কাপড় উদ্ধার করেছে বলে জানায়।