সারোয়ার-তামিম গ্রুপের আরো ২ সদস্য আটক : র্যাব
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোরে এ দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. সেলিম (২৮) ও খাদেমুল ইসলাম (২৭)। তাঁদের বাড়ি চিরিরবন্দর উপজেলার নসরতপুর ও রানীপুর গ্রামে।
দুপুরে র্যাব-১৩-এর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মর্তোজা জানান, আটক জেএমবি সদস্যরা গোপনে চাঁদা সংগ্রহ, কর্মী সংগ্রহ ও প্রচার চালাতেন। তাঁরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
আটকদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।