দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আরেকজনের মৃত্যু
দিনাজপুরের রানীগঞ্জে যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বীরেন চন্দ্র (৩৭) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি দিনাজপুরের চাঁদগঞ্জ-বনকালী গ্রামে।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় আহত আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে ২৮ জন দগ্ধ হন। তাঁদের প্রথমে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত শ্রমিক রিপনের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে মিল মালিক সুবল ঘোষ ও মিলের কর্মচারী একরামুলসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদোয়ানুল রহিম জানান, কর্তৃপক্ষের অবহেলার কারণে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মামলার বিবরণে বলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।