প্রয়োজনে সাংবিধানিক সংস্কার : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার করা হবে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ভিশন ২০৩০’ শীর্ষক ভবিষ্যৎ সরকার পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনীর মাধ্যমে গণভোট প্রথা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে এবং বিচারপতি অভিসংশনে সংসদের হাতে ক্ষমতা ন্যস্ত করেছে। এসব অগণতান্ত্রিক বিধান বাতিলে পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার আনা হবে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে।
খালেদা জিয়া বলেন, ২০৩০ সালের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ যাতে কয়েকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে।
‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে,’ যোগ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘দেশের মালিকানা জনগণের হাতে নেই। বিএনপি জনগণের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে।’
খালেদা জিয়া বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বিএনপি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করবে। কমিশন গঠন করে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের জন্য নীতিমালা তৈরি করা হবে।