‘সীমান্তের বাইরে বন্ধু আছে, প্রভু নেই’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
ভবিষ্যৎ সরকার পরিচালনার রূপরেখা ‘ভিশন ২০৩০’ তুলে ধরতে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন খালেদা জিয়া। দুই ঘণ্টা ধরে চলা এই সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অন্য কোনো রাষ্ট্রের জন্য নিরাপত্তা সমস্যা সৃষ্টি করবে না।’
‘একইভাবে বিএনপি দৃঢ় অঙ্গীকার করছে যে, অন্য কোনো রাষ্ট্রও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে শক্ত প্রতিরোধ (resistance) গড়ে তোলা হবে।’
সীমান্তের বাইরে কোনো প্রভু নেই উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, আমাদের সীমান্তের বাইরে বাংলাদেশর বন্ধু রয়েছে, কোনো প্রভু নেই। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বিএনপি মুসলিম উম্মাহ ও প্রতিবেশী দেশসমূহের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলবে।’