ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা : খালেদা জিয়া
মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদেরও স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে ও মেয়েদের শিক্ষা উপবৃত্তি সম্প্রসারণ করার কথাও বলেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রূপকল্প ২০৩০’ শীর্ষক ভবিষ্যৎ সরকার পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া বলেন, ‘মেয়েদের এবং ছেলেদের জন্য স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। ছেলে ও মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের সুবিধার্থে মেধাবীদের বৃত্তি প্রদানের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এক দশকের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে। শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ ব্যয় করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য জাতীয় টিভিতে একটি পৃথক চ্যানেল চালু করা হবে। উচ্চপর্যায়ের শিক্ষা হবে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ। গুরুত্ব দেওয়া হবে বিষয়ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ওপর। গড়ে তোলা হবে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়।’