দিনাজপুরে যুবককে পিটিয়ে হত্যা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর আদিবাসীপাড়ায় হামলার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম চৈলো হেমব্রম (৪৫)। তিনি ঢেনা হেমব্রমের ছেলে। তাঁর লাশ বীরগঞ্জ থানায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, রোববার দুপুরে দাড়িয়াপুর আদিবাসীপাড়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাদের পিটুনিতে গুরুতর আহত হন চৈলো হেমব্রম। লোকজন তাঁকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চৈলো হেমব্রম মারা যান।
ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস মিয়া।