রাবির তিন শিবিরকর্মী কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গতকাল শুক্রবার গভীর রাতে তাঁদের বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করে নগরীর মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী আতিকুর রহমান, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল রানা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, পৃথক অভিযানে বিনোদপুর এলাকার বিভিন্ন ছাত্রাবাস থেকে ওই তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।