ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হানিফা বেগম পান্না (৪০) নামের এক পল্লীবিদ্যুতের বিলিং সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, পল্লীবিদ্যুৎ অফিস থেকে কাজ শেষে হানিফাসহ কয়েকজন অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অটোরিকশার। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আহত অন্তত সাতজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত ও আহতরা সবাই পল্লীবিদ্যুতের বিভিন্ন পদে কর্মরত। সদর থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।